নড়াইল , ২ চৈত্র (১৬ মার্চ) :

নড়াইলের লোহাগড়া পৌরসভার ছাতরাা গ্রামে একটি মুরগীর ফার্মে শিয়াল মারার জন্য ফাঁদ পাতা বিদ্যুতের তারে জড়িয়ে কাজল শিকদার (৫০) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কাজল ওই মুরগীর খামারে কাজ করতে গেলে এ ঘটনা ঘটে।
এলাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার ছাতরা গ্রামে রাজিব মোল্যার মুরগীর ফাঁর্মে মঙ্গলবার বিকালে পার্শ্ববর্তী নরানদিয়া গ্রামের হরেন্দ্রনাথ শিকদারের ছেলে কাজল শিকদার কাঠের কাজ করতে যায় । এ সময় ওই ফাঁর্মে শিয়াল মারার জন্য বিদ্যুতের তার দিয়ে পাতা ফাঁদে জড়িয়ে কাজল গুরুতর আহত হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় কাজল শিকদারের চাচাত ভাই গনেশ বিশ্বাস থানায় একটি অভিযোগ দায়ের করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, ঘটনার সত্যতা শিকার করে বলেন, কাজলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।