একটা বন মানুষ পুষি
যাবতীয় চাওয়া গুলো আমারই হবে
অতি ক্ষুদ্র বিক্ষিপ্ত সুখ ও জ্বলে উঠে স্বভাবের আঁচে
কলম ছোটে দিক বিদিক, সারশূন্য উচু মস্তকে ভাষার বলাৎকার
প্রচলিত আইন বগলের থাবায় বৃদ্ধা আঙ্গুলি চোষে
পর্যাপ্ত তেলের সর্বারহ কুঁচকিতে গুঁজে, ভাত ঘুমে স্বদেশ
গলি গুলো গিলে খায় প্রশস্ত রাজপথ সামাজিক বন্ধন হীন
নবজাতকের শিশ্ন ফুলে ফেঁপে কাল সাপ, ছোবলের অপেক্ষায়
দীর্ঘ পরিণত মুখোশ গড়ে তোলে সাম্রাজ্যবাদ
শান্তির পায়রা গুলি রক্তাক্ত, পাখনা ছেঁড়া
আমার রক্ত সমাজ মস্তিষ্ক এক স্রোতে ভাসে
কালো জলে
আজ আধুনিক সভ্যতায়, মন মানুষের আড়ালে
আমি একটা বাঙালি বন মানুষ পুষি।