সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
ঋণের অর্থ ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় আসছে আইএমএফ প্রতিনিধিদল গাজায় জরুরি স্বাস্থ্য কর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার গাজা পরিস্থিতির সাথে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র সংস্কার সংস্কারের মতো, নির্বাচন নির্বাচনের মতো চলবে: মির্জা ফখরুল গাজা পরিস্থিতির সাথে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র নতুন বাংলাদেশ গড়বই, ইনশাল্লাহ : ঈদগাহে প্রধান উপদেষ্টা গাজীপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব ভূমিকম্প: মিয়ানমারে জরুরি অবস্থা, শতাধিক প্রাণহানির শঙ্কা, ব্যাংককে নিখোঁজ ৭০ সরকার উৎখাতে ষড়যন্ত্র

মাদারীপুরের শিবচরে সয়াবিন তেলের অতিরিক্ত দাম ও মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে “আর্থিক জরিমানা”

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি (কাজী কামরুল) মাদারীপুরে, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :

মাদারীপুরের শিবচরে সয়াবিন তেলের অতিরিক্ত দাম ও মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে আজ সোমবার (১৬ মে) দুপুরে উপজেলার পৌর বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। পরে জব্দকৃত সয়াবিন তেল তার উপস্থিতিতে সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।

সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিবচর বাজারের তীর সয়াবিন তেল কোম্পানির পরিবেশক মেসার্স সাকিল স্টোরের মালিক সামসুল আলম অতিরিক্ত তৈল মজুদ করে বেশি দামে বিক্রি করছে। পরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় তার মালিকানাধীন তেলের গুদাম থেকে ২ হাজার ৯  শত ১৮ লিটার তেল জব্দ করা হয়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যাতে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও চড়া দামে তেল বিক্রি না করতে পারে সে ব্যাপারে আমরা সব সময় সচেতন আছি। ভোক্তাদের অধিকার আদায়ে এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফজলুল হকসহ শিবচর থানা পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর